আজকাল স্বাধীনতা
বিরোধী শক্তি,
সেজে অগ্নিদেবতা খুব
বেশি করছে অগ্নিভক্তি।
দাউ দাউ করে
জ্বালিয়ে দিচ্ছে মার্কেট,
তার সাথে জ্বলছে
শত শত গরীবের পেট।
এখন হায়নারা পাল্টাচ্ছে
নির্যাতনের ধরন,
জানিনা কিভাবে করবে
সামনের নির্বাচনকে বরণ।
ইসলাম ধর্ম আমাদের
শান্তির ধর্ম,
মানুষের জীবন্ত চিতা
জ্বালানো নয় মুসলমানের কর্ম।
পাচ্ছি আগাম হাতছানি
অগ্নি মার্কেট ছাড়িয়ে,
অফিস- আদালতে
ও গৃহে গৃহে যাবে ছড়িয়ে।
গৃহে গৃহে যায়
যদি ছড়িয়ে অগ্নিযুদ্ধ,
স্বাধীনতার বুকে লাগবে আঘাত
আগুন যদি রাখে ব্যালট বাক্স অবরুদ্ধ।
সঠিক ও অরিজিনাল
তথ্য যদি না পায় সরকার,
বেড়েই চলবে অগ্নি সন্ত্রাস
ভেঙে পড়বে আইন ব্যবস্হা চলবে অবিচার।
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের
রহস্য যথাসময়ে যদি না করা যায় উদ্ঘাটন,
ঘটতেই থাকবে বিভিন্ন
সময়ে নানা অঘটন।
স্বাধীনতা বিরোধীদের
চাল সরকার যদি না পারে বুঝতে,
দেশে অরাজকতা দিবে
দেখা, যেতে হবে আলো খুঁজতে।