1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

কক্সবাজার সদরের লারপাড়া এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৩০ ভিউ সময়

প্রেস বিজ্ঞপ্তিঃ

 

১৭ এপ্রিল সোমবার র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা পূর্ব লাহারপাড়া- পশ্চিম লাহারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে *লাইসেন্স বিহীন একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার* করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির পরিচয় *আনিসুর রহমান (৪০)*, পিতা- বদরুজ্জামান, সাং- সরল, ০২ নং ওয়ার্ড, ইউপি- ০৭ নং সরল, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কক্সবাজার মহেশখালী এলাকা হইতে দেশীয় তৈরী অস্ত্র সংগ্রহ করে গোপনে দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীদের নিকট অস্ত্র বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। অদ্য উপরোল্লিখিত আগ্নেয়াস্ত্রসহ র‌্যাব-১৫,কক্সবাজার সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াাস্ত্রসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam