চৈত্রের খড়ো তাপ থেকে মুক্তি
দিতে এসো হে বৈশাখ,
একমুঠো বৃষ্টি ঝড়িয়ে
করে দাও মোদের অবাক।
বৈশাখ তুমি এসো
পাথর মনে ফুটিয়ে ফুল,
ভালোবেসে আজ নদী
হারাক সাগরের বুকে কূল।
বৈশাখ তুমি এসো
হয়ে ঝড়ো হাওয়া,
বৃষ্টির ছন্দে ধন্য
হোক বৈশাখী গাওয়া।
তুমি ফুলের সৌরভ
নিয়ে এসো হে বৈশাখ,
আলোর ঝলকানিতে
যাক সবার জীবন ভরে যাক।
তুমি নতুন পাতার আগমনী বাণী
নিযে এসো হে বৈশাখ,
নতুন বছরে নাচো
পত্রঝড়া গাছে গাজিয়ে শাখ।
বৈশাখ তুমি নিয়ে এসো
বেলি ফুলের শুভ্রতা,
সুখের আলপনায় ভুলিয়ে
দিও বাঙালির ব্যাথা।
পানতা আর ইলিশ
নিয়ে এসো হে বৈশাখ,
সাথে পোড়া মরিচের
ব্যবস্হা হলে আমায় দিও ডাক।
বৈশাখ তুমি দূর
করে দাও পুরোনো আবর্জনা,
সাড়া বাংলায় দাও বিছিয়ে
ভালোবাসার বিছানা।
বৈশাখ তুমি সুযোগ
দিও আমায় আম কুড়ানোর,
সুযোগ দিও পাকা
কাঁঠালের গন্ধে হৃদয় ভরানোর।
গরুর গাড়ির ছন্দ
নিয়ে এসো হে বৈশাখ,
বটতলার বৈশাখী মেলায়
এসো তুমি বাজিয়ে ঢাক।
বৈশাখ তুমি এসো
বাতাসা আর মুড়কি নিয়ে,
তুমি এসো বৈশাখী পোশাক
আর মাটির চুড়ি নিয়ে।