শনিবার ৮ এপ্রিল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাফেজ মো: রিদুয়ান হাটহাজারী মঈনুল উলুম মাদ্রাসার ছাত্র। এবং সে রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু বক্কর এর কনিষ্ঠ পুত্র। তার বাড়ি রামু জোয়ারিয়ানালা ঘোনা পাড়া।
জানা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকায় সৌদিয়া বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মাদ্রাসা ছাত্র হাফেজ মো: রিদুয়ান প্রাণ হারায়। শনিবার রাত ৯ টার দিকে এই দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া বাসের ধাক্কায় হাফেজ মো: রিদুয়ান গুরুতর আঘাতপ্রাপ্ত হলে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে কক্সবাজার বাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে হাফেজ মো: রিদুয়ান সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।