কক্সবাজারের রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। ৪ এপ্রিল (মঙ্গলবার) পবিত্র তারাবির নামাজের পর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীন নেতা সাহাব উদ্দিন এর সভাপতিত্বে, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম খলিল সঞ্চালনায় এবং ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী নুরুল আলম।
বিশেষ অতিথি, সাধারণ সম্পাদক কায়েসুল ইসলাম বাঙালি, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এম ইউ পি আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জুদা সোনা মিয়া। আর-ও উপস্থিত ছিলেন ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বশির আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতান আহমদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আমিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাগের আহমদ, ফরিদুল আলম, আবু হানিফা প্রমূখ।
সম্মেলনে প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙালির ভাতিজা সাইফুল ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক রিফাত করমি, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুবকর ছিদ্দিক।
সম্মেলন বক্তারা বলেন, দেশ আজ উন্নতির শিকড়ে চলে গেছে। যার একমাত্র অবদান বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
বক্তারা আরও জানান, বিএনপি দেশের কলঙ্ক। তারা দেশের মানুষের সাথে ধোঁকাবাজি করেছে। তাইতো আজ বিএনপি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এক মন্তব্যে বক্তারা অভিমত ব্যক্ত করেন, যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আওয়ামী লীগের হাতেই দেশ মাতৃকার চাবিকাঠি।
তাছাড়া সম্মেলনে আওয়ামীলীগ নেতৃবৃন্দরা উপস্থিত সকলকে আওয়ামী লীগের সুশৃংখল রাজনীতি করার অনুরোধ রাখেন।
অপরদিকে নির্বাচিত হবার তাৎক্ষণিকের মধ্যে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগ, রামু উপজেলা আওয়ামী লীগ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপন এবং সালাম জানান। একই সাথে তিনি, দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।