কষ্ট গুলো আজ ফেরারি আসামির মতো
বুকের বাঁপাশের ব্যাথা আজ
ব্যাথায় ব্যথিত হয়ে ব্যাথার প্রাচীর ডিঙ্গিয়ে
পড়ে না নিঝুম রাতে স্মৃতি চারণে
মিছে মায়াকান্নায়।
দৃষ্টির নান্দনিক সীমান্ত ঘেঁষে
বেড়ে ওঠা দূরত্বের প্রাচীর
বাস্তবতার আদলে আর কাছাকাছি কুল ঘেঁষে
একি বৃত্তে আবৃত হওয়ার রঙ্গহীন অযাচিত তুলির স্বতঃস্ফূর্তার মরণ কফিন।
কষ্ট গুলো আজ ফেরারি আসামির মতো
উড়ো উড়ো মাতলামি বাতাসে
কষ্টের দীর্ঘশ্বাস ছড়ায়
মুক্ত বিহঙ্গ পাখির মতো।