আবার আসিবো ফিরে
উদাস দুপুর বেলা
সেই শেওলা নদীর তীরে।
আমি আবার আসিবো ফিরে
গ্রামের সেই মেঠো পথে
হাঁটবো দুজন হাতে হাত ধরে।
আবার আসিবো ফিরে
সেই জোছনা রাতের তারা হয়ে তোমার ঐ ছোট্ট নীড়ে।
আমি আবার আসিবো ফিরে
দেখবে না কেউ থাকবো শুধু তোমার ভালোবাসার স্তরে।
আবার আসিবো ফিরে
থেকো অপেক্ষায় সপ্ন পূরণ করবো মোরা
পৃথিবীর ওপারে।
Leave a Reply