1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেফতার 

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৬৯ ভিউ সময়

প্রেস বিজ্ঞপ্তি ঃ

সম্প্রতি মাতারবাড়ি- চালিয়াতলী সড়কে ছিনতাই বেড়ে যাওয়ার প্রেক্ষিতে অদ্য দিবাগত রাত ১ঃ০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাতারবাড়ি- চালিয়াতলী সড়কের দাঁড়া খাল ব্রিজের উত্তরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একজন আসামিকে ধারালো দা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তার সঙ্গীয় অন্যান্য আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর নাম এনামুল হক (২০) পিতা মৃত আলী মিয়া, উত্তর নলবিলা (দরগা ঘোনা)। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাকে সহ পলাতক আসামী জুয়েল, রিদওয়ান, রুবেল, রিফাত সহ আরো অজ্ঞাত নামা চার-পাঁচজনদের মোবাইলের সংবাদ প্রদানের মাধ্যমে পুলিশ টহলের গতিবিধি ইত্যাদি পর্যবেক্ষণ করে সংবাদ দিয়া আসামি মিজানুর রহমান রুবেল (৩০) পিতা মৃত নুর মোহাম্মদ, উত্তর নলবিলা সবাইকে জড়ো করে। এবং এই প্রক্রিয়ায় দীর্ঘদিন তারা ডাকাতি এবং ছিনতাই উক্ত সড়কে করিয়া আসছিল। পরবর্তীতে রাত্র ৩ ঘটিকার সময় আসামি এনামুল হককে নিয়ে অভিযান চালিয়ে আসামি মিজানুর রহমান রুবেলকে এনামুল হকের সনাক্ত মতে ধৃত করা হয়। উক্ত ধৃত দুইজন আসামিসহ সর্বমোট ৬ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা রেকর্ড করা হইয়াছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করার ব্যাপারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam