আজ (২৬ শে মার্চ ২০২৩ ইং) রবিবার কুষ্টিয়া ভেড়ামারায় মেধাবী শিক্ষার্থীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ট্যাব উপহার বিতরণ করেছেন। ট্যাব বিতরণে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু (চেয়ারম্যান) ভেড়ামারা উপজেলা, সভাপতিত্ব করেন হাসিনা মমতাজ উপজেল নির্বাহী অফিসার ভেড়ামারা, আর অনুষ্টান উপস্থাপনায় ছিলেন মো: শরিফুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভেড়ামারা। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন মো: সিরাজুর রহমান উপজেলা পরিসংখ্যান অফিসার ও বিভিন্ন বিদদ্যালয়ের শিক্ষক মন্ডলি ও ছাত্র-ছাত্রী এবং সাংবাদিকবৃন্দ।
বক্তাগন বলেন, ছাত্র-ছাত্রীকে দেশ সুশিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে। আর মেয়েদের পৃর্ণ-পাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বাল্য বিবাহ বন্ধ করতে হবে।