রাজশাহীর পবা উপজেলার দারুশা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানটি মোঃ নজরুল ইসলাম প্রধান শিক্ষক দারুশা উচ্চ বিদ্যালয় এর সার্বিক তত্ত্বাবধানে হয়েছে, অনুষ্ঠানের শুরুতেই নানা আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি বিশেষ অতিথি দের বরণ করে নেয়া হয় তারপরে কোরআন তেলাওয়াত এবং জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান অতঃপর ফুল দিয়ে সকল অতিথিদের বরণ করা হয় এবং ক্রেশ দিয়ে সম্মান প্রদর্শন হয় বক্তব্যকালে রাজশাহী পবা মোহনপুর এলাকার উন্নয়নের প্রতীক ও জনগণের আস্থাভাজন মোঃ আইন উদ্দিন এমপি বলেন বর্তমানে শিক্ষার মান অনেক উন্নত আমরা আওয়ামী লীগ সরকার শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং যার ফলে শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষার মান ব্যাপকভাবে উন্নয়ন ঘটেছে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য যত সহযোগিতা প্রয়োজন আছে তা করার আশ্বাস দেন এমপি মোঃ আইন উদ্দিন , বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করা হয় এবং নতুনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের সুপরামর্শ প্রদান করে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় । অতঃপর এক অপূর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আইন উদ্দিন এমপি ,রাজশাহী ( পবা- মোহনপুর) এবং প্রধান আলোচক লসমি চাকমা উপজেলা নির্বাহী অফিসার পবা রাজশাহী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান হাফিজ মেয়র নওহাটা পৌরসভা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম পবা উপজেলা, অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন ওসি কর্ণহার থানা আর এমপি, বীর মুক্তিযোদ্ধা এস এম কামরুজ্জামান ( সাবেক কমান্ডার), মোঃ সাইদুল ইসলাম চানা ইউনিয়ন কমান্ডার, অধ্যাপক মোঃ মাসুদুর রহমান মাসুদ সাধারণ সম্পাদক হুজুরি পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ। সহ অত্র এলাকার সকল মুক্তিযোদ্ধাগণ ও নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী।