নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের কালুর দোকান এলাকায় চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠেছে। স্থানীয়রা নিষেধ করলেও পাত্তা দিচ্ছে না। রাতারাতি কাজ চালিয়ে যাচ্ছেন আজিজুল হক নামক ব্যক্তি। এতে করে পার্শ্ববর্তী লোকজন মারাত্নক কষ্টে রয়েছে।
অনুমতিহীন ভবন নির্মাণ কেমনে করে? প্রশ্ন এলাকাবাসীর। আইন অমান্যকারীর কঠিন শাস্তি চায় তারা।
এদিকে, ভবন আইন অমান্য করে স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেছেন ফারহানা আক্তার নামক স্থানীয় নারী ভুক্তভোগি। তিনি ওই এলাকার নুরুচ্ছফা সাগরের স্ত্রী।
১৪ মার্চ তার অভিযোগটি গ্রহণ করেছে কউক অফিস।
ফারহানা আক্তারের অভিযোগ, কালুর দোকান নুর শপের পেছনে দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি দখল করে স্থাপনা করছে আজিজুল হক। তার কারণে এলাকাবাসী ঠিকমতো চলাচল করতে পারছে না। অদূর ভবিষ্যতে মারাত্মক দুর্ভোগে পড়বে।
তিনি জানান, এলাকাবাসী বাধা দিলেও মানছে না। রাতারাতি চালাচ্ছে নির্মাণ কাজ।
আইন অমান্যকারী আজিজুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন ফারহানা আক্তার।
Leave a Reply