বার্তাপরিবেশক:
দৈনিক দিনকালের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় কক্সবাজার পৌরসভার সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি এডভোকেট জিএএম আশেক উল্লাহ।
ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন-দৈনিক দিনকাল এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, দিনকাল পাঠক ফোরাম কক্সবাজার শাখার শাহাদাত হোসেন রিপন, ফাহিমুর রহমান ফাহিম, রিজভী খাঁন, কানন বড়ুয়া বিশাল ও মিজানুল আলম।
এতে উপস্থিত ছিলেন-সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর কোষাধ্যক্ষ ছৈয়দ আলম, সদস্য খোরশেদ হেলালী, আতিকুর রহমান মানিক, ইসলাম মাহমুদ, মাহবুবুর রহমানসহ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্যগণ এবং দিনকাল পাঠক ফোরাম এর জেলা ও পৌর কমিটির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে দৈনিক দিনকালসহ সব বন্ধ সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল খুলে দেয়ার জোর দাবি জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ। বর্তমান সরকার একের পর এক ভিন্নমতের গণমাধ্যম বন্ধ করে দিচ্ছে হাস্যকর সব অভিযোগ তুলে। এ কারণে হাজার হাজার সাংবাদিক-কর্মচারী বর্তমানে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরকারের এ ধরনের কর্মকা- বন্ধের আহ্বান জানান সাংবাদিক নেতারা।