নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ (ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) জোয়ারিয়ানালা ইউনিয়নে সফলভাবে সম্পন্ন হয়েছে। ২ দিন ব্যাপি তাং ০৯|০২|২৩খ্রি.ক্রীড়া ও ১২|০২|২৩খ্রি. সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জোয়ারিয়ানালা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স , ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ, এস এম সি ও পি টি এ এর সভাপতি ও সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। বালক ও বালিকাকে পৃথক গ্রুপ করে ৪৬ টি ইভেন্টে জোয়ারিয়ানালা ইউনিয়নের নয়টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ৩৪ টি পুরস্কার পেয়ে জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় গত বছরের ন্যায় এ বছরও প্রথম স্থান দখল করে। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন কক্সবাজার বেতারের নিয়মিত শিল্পী জনাব বশিরুল ইসলাম ও মিনা মল্লিক। প্রধান অতিথির আসল অলংকরণ করেন জনাব কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স (চেয়ারম্যান জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ) ।জনাব আমজাদ হোসেন (প্রধান শিক্ষক জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদস্য সচিব জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ ইউনিয়ন পর্যায়) সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply