1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:২১ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে বই উৎসব নতুন বই পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৯৩ ভিউ সময়

 

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ

সারাদেশের মতো বান্দারবানে নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও প্রাথমিব বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। একযোগে উপজেলার ১৮ হাজার ৩৬০জন শিক্ষার্থীদের মাঝে ১লাখ ১৩ হাজার বই বিনামূল্যে বিতরণ করা হয়।
বছরের শুরুর দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছে উপজেলার সবক’টি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত একযোগ যাবত প্রতিবারই ১ জানুয়ারি নতুন বই শিশুদের হাতে তুলে দেয়া হয়। দিনটিকে ‘বই উৎসব’ হিসেবে পালন করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
এ উপলক্ষে ১লা জানুয়ারী রবিবার
বেলা ১২টায় নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওসমান গনির পরিচালনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেল শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহিত উল্লাহ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাইনুদ্দীন খালেদ আহবায়ক আবদুল হামিদ, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল হাফিজুল ইসলাম চৌধুরী, মোঃ শাহীন, মোঃ ইউনুস, জয়নাল আবেদীন টুক্কু, সানজিদা আক্তার রুনা প্রমূখ।
এছাড়াও বাইশারী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, বাইশারী শাহ নুরুদ্দীন রাহ দাখিল মাদ্রাসা, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়,বাইশারী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা, কাগজিখোলা দাখিল মাদ্রাসাসহ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা এই প্রতিবেদকে জানান, বিতরণ উৎসবের প্রথম দিনেই বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়েছে। একই কথা জানালেন সহকারি শিক্ষা অফিসার আকতার উদ্দিন।তিনি আরও বলেন, উপজেলায় মোট ১৮ হাজার ৩৬০ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ১৩ হাজার বইএকযোগে বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam