1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

কামরুন নেছা তানিয়া’র লিখা কবিতা “নির্ঘুম রাতে”

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৬০ ভিউ সময়

 

নির্ঘুম রাতে

 

কামরুন নেছা তানিয়া

 

 

যতো রাত ঘনিয়ে আসে ততই

আমি হারিয়ে যাই আপনার শব্দচায়নের
কবিতার অন্তমিলের চারণ ভূমিতে।
হে কবি,আমি আজ আমার আমিটাকে
সজীবতায় রাঙাতে চাই তোমার কন্ঠের
সুরা পানের অতল গহীনে।
এতো নেশা জাগালে তুমি
হারিয়ে ফিরে আসি বার বার
নতুন করে বাঁচিবার লাগি।
হে কবি,তোমার লেখার লেখনিতে
আমি হতে চই বিষাদে বিষাক্ত নীলাদ্রি নির্ঘুম রানী।
তবে মনে রেখো আমিই হবো
তোমার শেষ কাব্যের ইতি কাব্য।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam