যতো রাত ঘনিয়ে আসে ততই
আমি হারিয়ে যাই আপনার শব্দচায়নের
কবিতার অন্তমিলের চারণ ভূমিতে।
হে কবি,আমি আজ আমার আমিটাকে
সজীবতায় রাঙাতে চাই তোমার কন্ঠের
সুরা পানের অতল গহীনে।
এতো নেশা জাগালে তুমি
হারিয়ে ফিরে আসি বার বার
নতুন করে বাঁচিবার লাগি।
হে কবি,তোমার লেখার লেখনিতে
আমি হতে চই বিষাদে বিষাক্ত নীলাদ্রি নির্ঘুম রানী।
তবে মনে রেখো আমিই হবো
তোমার শেষ কাব্যের ইতি কাব্য।