আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবির)
৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনাড়ম্বরভাবে উদ্যাপিত করা হয়েছে।
(১৮ ডিসেম্বর রবিবার) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ( ১১ বিজিবির) ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফজরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, ইউনিট কোয়ার্টার গার্ডে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, অধিনায়কের বিশেষ দরবার এবং বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশাল কেক কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেনব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজারসহ ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর রামু, কক্সবাজার রিজিয়নের অধীনস্থ অন্যান্য ইউনিটের অফিসারবৃন্দ, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক, অসামরিক সদস্য এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ১১ বিজিবির দিকনির্দেশনা সমূহ তুলে ধরেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম তিনি বলেন এই দিনে ব্যাটালিয়ন আজ থেকে ৬৪ বছর পূর্বে ১৮ ডিসেম্বর ১৯৫৮ সালে চট্টগ্রাম জেলার ডবলমুরিং নামক স্থানে প্রতিষ্ঠা লাভ করে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অকুতোভয় সদস্যগণ মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সর্বোচ্চ অবদানের জন্য ০৭ (সাত) জন খেতাব প্রাপ্ত গর্বিত বীরশ্রেষ্ঠ এর মধ্যে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ছিলেন ১১ বিজিবি এর একজন গর্বিত সদস্য। তিনি ১৯৭১ সালে হানাদার বাহিনীর সাথে যুদ্ধকালে মেশিন গানের অপারেটর হিসেবে রাঙ্গামাটির মহালছড়িতে নৌপথ প্রহরারত ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি একাই শক্রপক্ষের ০২টি লঞ্চ এবং ০১টি স্পিড বোট পানিতে ডুবিয়ে দেন। ফলে শক্রর ০২ প্লাটুন সৈন্য দল নিশ্চিহ্ন হয় এবং নিজস্ব প্রায় ১৫০ জন সদস্য প্রাণে রক্ষা পায়। যুদ্ধরত অবস্থায় প্রতিপক্ষের মর্টারের গোলার আঘাতে নানিয়ারচরের বাছড়ি নামক স্থানে তিনি শাহাদাত বরণ করেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই ব্যাটালিয়নের সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহণে সর্বমোট ৭৯ জন সদস্য শাহাদৎ বরণ করেন। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে আভিযানিক দায়িত্ব পালন করতে গিয়ে এই ব্যাটালিয়নের ২১ জন সদস্য শাহাদাৎ বরণ করেন। এছাড়া চলতি বছরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর শহীদ নায়েব সুবেঃ আব্দুল মান্নান বিশ্বস্ত সোর্সের মাধ্যমে চোরাচালান সংক্রান্ত গোপন সংবাদ পেয়ে চোরাচালানী অভিযান পরিচালনা করতে গিয়ে ভালুখাইয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বটতলীশিয়া নামক স্থানে টহলরত অবস্থায় গত ১৮ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক ২০৫০ ঘটিকায় বন্য হাতির আক্রমনের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তিনি নিজ দায়িত্ববোধ, চোরাচালান দমনে কঠোর অবস্থান গ্রহণ, ব্যক্তি স্বার্থের উর্দ্ধে থেকে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে সামনে থেকে নেতৃত্ব প্রদানের দৃষ্টান্ত স্থাপন করেন, যা একজন আদর্শবান বিজিবি সদস্যের দেশপ্রেমের পরিচায়ক ব্যাটালিয়নের প্রয়াত শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফসহ ৭৯ জন বিভিন্ন পদের সৈনিকদের স্মরণ করে আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন