এম, নুরুল কাদের, মহেশখালীঃ
কক্সবাজারের ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর তেলিপাড়ায় বসতঘরে আগুন লেগে আহাম্মদ হোসেনের শিশুু সন্তান সাবিত নামের (০৬) ছয় বছরের শিশু আগুনে পুড়ে মৃত্যু করেছে ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঘটনাটি ঘটেছে ১৪ নভেম্বর দুপুর দুইটার সময় ।
বসতবাড়ীতে আগুনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালাচ্ছে।
এবিষয়ে ইউপি সদস্য রাহমত উল্লাহ দৈনিক ভোরের ডাক কে জানান, আমসদের এলাকার আহাম্মদ হোসেনের শিশুু সন্তান মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
এত ১৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি অনুমান করেছেন তিনি।
Leave a Reply