এম,নুরুল কাদের, মহেশখালী।
ককসবাজারের মহেশখালী জাগিরাঘোনায় গ্রামে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে মারাত্বকভাবে হামলার শিকার মহেশখালী কলেজ আরফাত হত্যার,প্রধান আসামি বাবু ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন।
২৫ শে সেপ্টেম্বর বড় মহেশখালী জাগিরাঘোনাস্থ খালেদা জিয়া সড়কস্থ আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠের পাশে ধানের ক্ষেতে মধুযার ডেইল গ্রামের মৃত শহর মল্লুকের পুত্র সালাম মিয়া ড্রাইভারের কয়েকটি গরু আবুল কাছিম এর চাষ করা ধান ক্ষেত কেন্দ্র করে ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম শহরের ট্রিটমেন হাসপাতালে ২৭ সেপ্টেম্বর বিকাল ২টায় ৪০ মিনিটে মৃত্যুর কুলে ঢলে পড়ে। নিহত আরাফাত,
বাংলা়দেশ ছাত্রলীগ বড় মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের ০৭ নং ওয়ার্ড় ছাত্রলীগের সভাপতি।
মহেশখালী ডিগ্রি কলেজের একাউন্টিং অনার্স প্রথমবর্ষের ছাত্র।
আরাফাত হত্যার ১ নং আসামি সাইমুন ইসলাম বাবু (২২) মহেশখালী থানা কর্তৃক ইমিগ্রেশন পুলিশ কে চিঠি দেওয়ার প্রেক্ষিতে উক্ত আসামী বিদেশ যাওয়ার প্রাক্কালে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গতকাল রাতে আটক করা হয়।
তাকে গ্রেফতার করে মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে।
আটককৃত- সাইমুন ইসলাম বাবু (২২) কে বর্তমানে
মহেশখালী থানায় নিয়ে আসা হয়চ্ছে।
বিষয়টি নিশ্চিত করেন- মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রনব চৌধুরী।