এম,নুরুল কাদের, মহেশখালীঃ
কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি সমিতির এক বিশাল জনসভা নামে কালো টাকার মিশনে নেমেছেন এডভোকেট শাহাবু উদ্দিন।
অধিগ্রহণ ছাড়া বাকী যে লবন চাষের জমি গুলো রয়েছে,এ জমি গুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করতে নতুন আরেকটা দালালির ফন্দি আঁখিক করে অভিযোগ করেন ভুক্তভোগী চাষিরা।
তারা শুধু লবনের কথা বলেছে কিন্তু লবন চাষের জমি যে নিয়ে যাচ্ছে তা রক্ষা করার কোন দাবীই জানানো হয়নি ।
এ বিষয়ে ভুক্তভোগী নাগরিকরা জানান
হোয়ানক ধলঘাট পাড়া এলাকার মাওলানা মুহিব্বুল্লাহ র ছেলে, যে কিনা কয়েক বছর আগেও মহেশখালীর রাজনৈতিক নেতাদের সাথে আঁতাত করে কৃষি ব্যাংক সহ বিভিন্ন জায়গা থেকে লবণ চাষীদের নামে কোটি টাকা লোন নিয়ে রাজকীয় জীবন যাপন করে আসছে।
ঠিক এ বছরও, মহেশখালীর কয়েক হাজার মানুষের আইডি কার্ড ও ছবি সংগ্রহ করে লবণ চাষী সমিতি নাম দিয়ে আবারও নাটক শুরু করছে।
বিভিন্ন সভা সমাবেশ দেখিয়ে, লোন নেওয়ার মিশনে মাঠে নেমেছে। ২০১২/১৩/
২০১৭/২০১৮ সালের স্হানীয় পত্রিকার মালেশিয়ার দালাল নামক অনেক প্রকার নিউজ হয়েছে তার বিরুদ্ধে।
চাষ করার মত জমিন, না থাকে আপনি লবন ব্যবসায়ী কিভাবে হবেন, বা লবন চাষিও কিভাবে হবেন?
মহেশখালীর হোয়ানক টাইম বাজারে লবন চাষি কল্যাণ সমিতির সমাবেশে মহেশখালীর লবন উৎপাদনের জমি রক্ষার কোন দাবীই জানানো হয়নি ।
লবন চাষির সমাবেশে মুষ্টিমেয় কয়েকজন সুবিধা ভোগি ব্যাক্তি ছাড়া হতাশ হয়েছেন দ্বীপবাসি ।