নয়নাভিরাম শরতের ঐ,
ঘন নীলাঞ্জন আকাশে।
পেঁজা তুলো মেঘগুলো,
হাওয়ায় হাওয়ায় ভাসে।
মন ময়ূরী কাশ ফুলও যে,
উদগ্রীব আজ ওড়ার আশে।
মাঠ ঘাট আর বন বাঁদারে,
শিউলি ফুলের গন্ধ ভাসে।
ভোরের আলো কান্তি ছড়ায়,
শিশির ভেজা ধানের শীষে।
জলের মাঝে রাজহংসী,
সাঁতরে বেড়ায় ভাবাবেশে।
ডাহুক পাখিও অতর্কিতে,
অত্যানন্দে ডুবে ভাসে,
ঘুঘুর ঠোঁটে বাঁকা হাসি,
মুখরিত সদা হর্ষোল্লাসে।
পানকৌড়ির দল নৃত্য গীতে,
মেতে ওঠে হাস্য রসে।
বছর ঘুরে শরৎ আসে,
শ্রেয়সী পূণ্যা রাণীর বেশে।
প্রকৃতির এই রূপের বশে,
মানব মুগ্ধ অনায়াসে।।
রেহানা পারভীন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
রচনা কাল: ১৬.১০.২০২২।