হাসিখুশি থাকা ছিল
আমার ভীষণ পছন্দ
কি জীবন ধরল ঘিরে
ফ্যাকাসে আবহাওয়ায়,
বন্ধ হল জীবনের ছন্দ।
বিধাতার এই যে ছিল বিধান
কঠিন নিরবতা ভাগ্য হয়ে আসলো জীবনে,
পাই না খুজে সমাধান।
চারদিকের আঘাত
নিষ্ঠুর করেছে ধীরে ধীরে,
মানুষের কষ্ট যেন আর
তেমন ভাবায় না আমাকে।
কঠোরতা পেয়ে বসে মাঝে মাঝে এমন
সৃষ্টিকর্তার কাছে কোমলতা চেয়ে নিই তখন।
তীব্র তাবদাহে পোড়া হৃদয়
শান্ত হতে চায় নিজের অজান্তে।
এ জীবন নিয়ে নাই কোন অভিযোগ
তবু ভালোবাসার পাওয়ার ইচ্ছা জাগে
প্রেম জাগে মনের কোণে
যেন পেয়ে বসেছে কোন রোগ।
তাই হয়তো এমন সন্ন্যাস জীবনে
খুব কাঁদে মন জীবনের পানে
হেটে আসার চেষ্টায় যেমন থাকে মানুষ,
দাঁড়িয়ে মৃত্যুর দুয়ারে।
নির্জন রাতে দূরের কোন পাখির ডাকে
আমার হৃদয় আলোড়িত করে
কখনো আবার কারো গভীর কষ্টের চিৎকার
ভাঙতে পারে না আমার পাথর মনের দেওয়াল।
অভ্যস্ত হলাম এ কেমন জীবনে
জানি না কেন আবৃত মন, শক্ত আবরনে।
শৈশব কৈশোরের এত কোমল আমি
এখন যেন পাথরের মন
ভার হয়ে থাকে বুক
অবমুক্ত হতে চাই, পেতে চাই সুখ।
এতটা সময় এভাবেই কেটেছে
কাটা বেড়ী পায়ে বদ্ধ দুয়ারে
জানিনা কি রেখেছেন সৃষ্টিকর্তা
সামনের সময়ে আমার
তবু প্রত্যাশা সু্ন্দর অনন্ত যাত্রার।