এম,নুরুল কাদেরঃ
সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র তাহসিন এর লাশ উদ্ধার হয়েছে। প্রায় ৯ ঘন্টা সৈকতের বিভিন্ন পয়েন্ট খুঁজাখুঁজির পর শুক্রবার বিকেল ৩টার দিকে সৈকত এর শৈবাল পয়েন্টে বীচকর্মী ও লাইফ গার্ডের সহযোগিতায় তাকে উদ্ধার করেসদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
কক্সবাজার পর্যটন সেল এর দায়িত্বরত নির্বাহি ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান,
সকালে চার বন্ধু কুমিল্লা থেকে কক্সবাজার পৌঁছেন। এ সময় তারা হোটেলে না উঠে সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসেন। পরে এক বন্ধুকে ব্যাগ দিয়ে তিন বন্ধু গোসলে নামেন। গোসল করা অবস্থায় সাগরের প্রবল ঢেউয়ে ভেসে যান তাহসিন ও তার বন্ধুরা। এ সময় তার দুই বন্ধুকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে বিচকর্মীরা। পরে তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তাহসিনের বন্ধু রিফাত জানান, “তারা সকালে কক্সবাজার পৌঁছে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এ সময় অসতর্কতার কারণে পানির ঢেউয়ের সঙ্গে ভেসে যায় তার বন্ধু তাহাসিন। এ অবস্থায় রিফাত ও ফয়সালকে উদ্ধার করে বিচকর্মীরা”।
তিনি আরো জানান, তারা চার বন্ধু কক্সবাজার বেড়াতে এসেছিলেন। তারা সবাই কুমিল্লার কাসেমুল উলুম মাদসারাছাত্র।
Leave a Reply