এখনো চোখের তারায় তারায়
তোমার ছবিটি আঁকা
আকাশে পাতালে ভাবনা হারায়
চাঁদের আলোতে ঢাকা
গোধূলি লগনে জ্বলি মনেমনে
আয়নায় মুখ রাখি
শয়নে স্বপনে নিদ্রা অচেতনে
হৃদয়ে অচিন পাখি
তবুও একাকি অপেক্ষায় থাকি
মননে তোমার ছায়া
আঁধারে জোনাকি করে ডাকাডাকি
জড়ানো তোমার মায়া
তুমিই আমার জীবনের সাথী
তুমিই আমার সব
তুমিই আমার কবিতার বাতি
জীবনের কলরব
রচনা সময়ঃ ৩০ সেপ্টেম্বর ২০২২