মাহাবুবুর রহমানঃ
সরকারি জমিতে ব্যাক্তিগত দাবী করে সাইনবোর্ড স্থাপন করলেন জেলা আওয়ামীলীগের শীর্ষনেতা ছালাউদ্দিন সিআইপি।
কক্সবাজার শহরের টেকপাড়ায় অবস্থিত বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন ( বিএফডিসি) হতে নিজের নামে লীজ নেওয়া জমিতে খরিদ সূত্রে মালিক দাবি সাইনবোর্ড স্থাপন করায় চরম অসন্তোসপ্রকাশ করেছেন বিএফডিসি কর্মকর্তারা।
এ ব্যাপারো কক্সবাজার বিএফডিসির ম্যানেজার মোঃ মহিউদ্দিন বলেন,আমার জানা মতে সালাউদ্দিন সিআইপি ৩৩ শতক জমি ৯৯ বছরের জন্য লীজ নিয়েছেন। লীজের সর্ত হচ্ছে সেই জমিতে মৎস সংশ্লিষ্ট কাজ করতে হবে। কোন ভাবেই খতিয়ান বা বেচা বিক্রি করা যাবেনা। তবে লীজ অন্য জনকে পরিবর্তন করা যাবে। কিন্তু জমির মালিক সব সময় বিএফডিসি থাকবে। কিছু দিন আগে সেই জমিতে একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে সেখানে তিনি খরিদ সুত্রে মালিক লিখেছেন তা মোটেও ঠিক করেন নি। এটা তিনি করতে পারেন না।
এ ব্যাপারে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সিআইপিকে বেশ কয়েক ফোন করলে মোবাইল সমস্যার কথা জানিয়ে তিনি বলেন কথা ঠিক মত বুঝা যাচ্ছে না। তবে কক্সবাজারে সরকারি জমিতে কোথায় সাইনবোর্ড দিযেছে আমি জানিনা।