ডেস্ক নিউজঃ
গত এক মাসের মধ্যে মিয়ানমারের রাষ্ট্রদূতকে চার দফা তলব করে প্রতিবাদলিপি হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতেও কাজ না হওয়ায় রীতিমতো বিরক্ত বাংলাদেশ। তার বহিঃপ্রকাশই যেন ঘটলো আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে চতুর্থবারের মতো ডাকার ঘটনায়।
বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অংশ হিসেবে বৈঠকে রাষ্ট্রদূতকে এককাপ চাও দেওয়া হয়নি। খালি মুখেই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় করেছেন কর্মকর্তারা।
যেকোনও কূটনীতিককে আপ্যায়ন করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ একটি প্রথা বা রেওয়াজ। আপ্যায়নের মাধ্যমে কূটনীতিক হৃদ্যতার বিষয়টিও বোঝা যায়।আজকের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, কূটনীতিকে বিভিন্নভাবে প্রতিক্রিয়া প্রকাশ করা হয়। আপ্যায়ন না করার অর্থ হচ্ছে—বাংলাদেশ এ বিষয়ে চরম অখুশি।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়েই দৌড়ে পালিয়েছেন মায়ানমারের রাষ্ট্রদূত। তলব শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হওয়া এড়াতে দৌড়ে পালিয়ে গাড়িতে ওঠেন রাষ্ট্রদূত।