1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৩১ পূর্বাহ্ন

শিশু সাদেকের চিকিৎসায় সাড়ে ১৯ লাখ টাকা হস্তান্তর

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩০ ভিউ সময়

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ

কুতুবদিয়ায় কিডনী রোগে আক্রান্ত শিশু মো: সাদেকের চিকিৎসার জন্য প্রায় সাড়ে ১৯ লাখ টাকা হস্তান্তর করেছে স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বড়ঘোপ বেলাভূমি রেস্টুরেন্টের হল রুমে সাদেকের পিতার কাছে সংগৃহীত টাকা তুলে দেয়া হয়। আলী আকবর ডেইল ইউনিয়নের আনিছের ডেইল গ্রামের নুরুল হোছাইনের ৩য় শ্রেণিতে পড়ুয়া ছেলে মো: সাদেক(১০) বিগত ৪ বছর
ধরে কিডনী রোগে আক্রান্ত ।

বিষযটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয় বিভিন্ন মিডিয়ায় চিকিৎসা ব্যয়ের সংবাদ প্রকাশিত হলে কুতুবদিয়ার মানবিক টীম স্বেচ্ছাসেবী সমন্বয় পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তার আবেদন জানায়।অল্প দিনেইে দেশ-বিদেশে ব্যাপক সাড়া দিয়ে ১৯ লাখ ৪৮ হাজার টাকা সংগ্রহ হয়। এর মধ্যে আগে দেয়া হয় ২ লাখ ১৭ হাজার টাকা। ভারতে উন্নত চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে শনিবার ১৭ লাখ ৩১ হাজার টাকা সাদেকের পিতার কাছে হস্তান্তর করা হয়।

এসময় আলী আকবর ডেইল ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক কাউমুল হুদা
বাদশা,স্বেচ্ছাসেবী সমন্বয় পরিষদের পক্ষে হেলাল উদ্দিন কুতুবী, সাহাব উদ্দিন,নুরুল আজম কুতুবী, মিশকাত শরীফ, মোঃ সোহেল,ফোরকান আহমদ,নাজমুল হুদা সাকিব,কামরুল ইসলাম, ছাত্রনেতা শরীফ নেওয়াজ জুয়েল, সুজন সিকদার সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাদেকের দরিদ্র পিতা নুরুল হোছাইন বলেন, তার ছেলের চিকিৎসা ব্যয় বহনে মানবিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার আর্থিক সহায়তায় সাদেক সুস্থ হয়ে সুন্দর জীবনে ফিরে আসতে পারে এ প্রত্যাশা করেন। আগামী কয়েক দিনের মধ্যে ভারতের চেন্নাইতে সাদেককে নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam