পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় কবরস্থানের সড়ক নির্মাণ প্রকল্প
আত্মসাৎ এর অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
প্রকল্পটি আত্মসাৎ করেন উপজেলার শিলখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদু সামাদ।
অনুসন্ধানে জানা যায়, ২০২০-২০০২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষণ ( টি,আর নগদ টাকা) উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়।
প্রকল্পটি পহঁরচাদা ব্রীজের সামনে প্রধান সড়ক থেকে কবরস্থান পযর্ন্ত সড়কটি ৪ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করেন সাবেক পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আমিনুল ইসলাম।
তবে প্রকল্পটি বাস্তবায়ন হলে ও কাজ না করে বিল উত্তলন করেছেন ইউপি সদস্য আবদু সামাদ।
নাম প্রকাশ না করতে ইচ্ছুক স্থানীয়রা জানান, ইউপি সদস্য আবদু সামাদ প্রকল্পটি বাস্তবায়িত করার পর ঐ মাটি ভরাট করে তবে কোন অদৃশ্য কারণে রাতের আঁধারে মাটি গুলো বিক্রি করে দেয়।