নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় আধিপত্য বিস্তারে আবারো প্রতিপক্ষের গুলিতে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের ইউনিয়ন সভাপতি মো. রুহুল কাদের (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। গুলিবিদ্ধের পর চকরিয়া হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোমবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই।
মো. রুহুল কাদের কালারমারছড়া বাজার সংলগ্ন অফিস পাড়া গ্রামের মোহাম্মদের ছেলে এবং কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্বাসের ছোট ভাই।
প্রত্যক্ষদর্শী জানান, সন্ত্রাসীরা সিএনজিযোগে এসেই কমান্ডো স্টাইলে রুহুল কাদেরকে গুলি করে। মৃত্যু নিশ্চত করেই ফাঁকা গুলিবর্ষন করতে করতে তারা চলে যায়। এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকান্ড ঘটেছে।
ওসি আবদুল হাই জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি পক্ষ তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
এব্যাপারে মহেশখালী-কুতুবদিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তারা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।
সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছার পর, ঘটনার মূল রহস্য উদঘাটনের পাশাপাশি, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Leave a Reply