ঈদগাঁও বাজারে কাস্টমসের অভিযান
নিজস্ব প্রতিবেদক
সরকারী কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডলযুক্ত বিড়ি সিগারেট বাজারজাত করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার বিরুদ্ধে ঈদগাঁও বাজারে কাস্টমস ও উপজেলা প্রশাসনের পুথক অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লু এ মং মারমার নেতৃত্বে উক্ত অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার কাস্টমস অফিসের পরিদর্শক আলী আশরাফ। তাছাড়া বাস্টমসের অফিসের পরিদর্শক আলী আশরাফ এর নেতৃত্বে প্রথক অভিযান দুটি পরিচালনা করা হয়। গতকাল দুপুর ১ ঘটিকার সময় কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লু এ মং মারমার নেতৃত্বে ঈদগাঁও বাজারের মেসার্স এম এ ট্রেডিং নামক প্রতিষ্টানে ভেজাল বিরোধি অভিযানে ২০ হাজার মিনহাজ বিড়ি জব্ধ ও ঐ প্রতিষ্টানকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে সন্ধ্যায় কক্সবাজার কাস্টমস অফিসের পরিদর্শক আলী আশরাফ এর নেতৃত্বে ঈদগাঁও বাজারের হামিদ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্টান থেকে প্রায় চার লাখ নকল ব্যান্ডেলযুক্ত মিনহাজ বিড়ি জব্ধ করলে হামিদ এন্টার প্রাইজের প্রোপাইটর হমিদের ইন্দনে কাষ্টমস কর্মকর্তাদের উপর চড়াও হয়ে জব্ধকৃত বিড়ি ছিনিয়ে নিতে থাকে। এ সময় কাস্টমস কর্মকর্তারা ঈদগাঁও থানার কাছে ফোনে বার বার সহযোগিতা চেয়েও না পাওয়ায় পরিদর্শক আলী আশরাফ ঈদগাঁও থানায় স্বশরীরে গিয়ে আবেদন করে পুলিশের সহযোগিতা নিতে নিতে লক্ষাধিক বিড়ি ছিনতাই করে নিয়ে যায় বলে জানান এ কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে , কক্সবাজার কাস্টমস অফিসের পরিদর্শক আলী আশরাফ জানান, সরকারী রাজস্ব ফাঁকি দিতে মিনহাজ বিড়ি নামক একটি বিড়ি কোম্পানী ননকল ও পুরাতন ব্যান্ডল ব্যবহার করছে। সরকারের সাথে এমন প্রতারণার বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।