1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

চকরিয়া রিংভং এলাকায় ফাঁশিয়াখালী রেঞ্জের অভিযান, স্থাপনা উচ্ছেদ

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৭৩৬ ভিউ সময়

নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া রিংভং এলাকায় বন বিভাগের অভিযানে পাকা ভবন উচ্ছেদ করে সরকারী ভুমি উদ্ধার করেছে। মঙ্গলবার ১০ আগষ্ট বেলা ১২ টায় ফাঁশিয়াখালী রেঞ্জের অাওতাধীন ফাঁশিয়াখালী বিটের অধীনে রিংভং মৌজার রিংভং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। চকরিয়া সহকারী কমিশনার (ভুমি) সহযোগিতায় যৌথভাবে অভিযান পরিচালনা করে ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ বন কর্মীরা। এ সময় একটি পাকা স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ২০.০ শতক বনভূমি জবরদখল মুক্ত করা হয়।
এবিষয়ে রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বনভুমি দস্যুদের একে একে সবাইকে উচ্ছেদ করা সরকারে বনভুমি উদ্ধার করা হবে। যতই শক্তিশালী হোক বনভুমি দস্যুরা। নির্মুল করা হবে।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam