সাখাওয়াত হোসেনঃ
টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সংবাদকর্মী পিকলু দত্ত অসুস্থ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, বেশ কিছুদিন যাবত তিনি অসুস্থতা অনুভব করলে টেকনাফে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তী করা হয়।
তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পিকলুর লিভারে সমস্যা দেখা দেয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সাবেক এই ছাত্রলীগ নেতা টেকনাফ সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদোক্তা হিসাবে কর্মরত থাকার পাশাপাশি সংবাদকর্মী হিসাবে টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
এই দু:সময়ে সাবেক এই ছাত্রলীগ নেতার চিকিৎসা সহযোগীতায় তার বন্ধু, সহকর্মী সহ সকলের কাছে পাশে থাকার আহবান জানিয়েছেন তার সহকর্মীরা।
প্রয়োজনে মোবাইল ও বিকাশ 01838-629213
Leave a Reply