করোনা তোমায় দিলাম ছুটি
তোমায় দিলাম ছুটি
কাল বারোটায় এসো।
আজ সারারাত তোমার মত
অন্য কোথাও হেসো।
করোনা
আজ দিলাম তোমায় ছুটি
কালকে আবার এসো।
লকডাউন এর ফাঁদে তোমায়
রাখবো এবার, থাকবো আবার
আজ জনস্রোতের ঢল নামাবো।
গার্মেন্টসের চাকা খুলে দেবো
তাই তো দিলাম ছুটি।
কাল ১২ টায় নতুন করে
ধরব চেপে টুটি।
মাক্স ছাড়া চলবে যারা
জরিমানা দেবে তারা।
ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি
আজ যত পারো করো
কাল দুপুরে দূরত্ব রেখে
নতুন করে চলো।
আমরা মানুষ নয়তো ফানুস
চলছে নানান খেলা
অবেলাতে, অবহেলায়
জীবন হেলাফেলা।
আজ তোমায় দিলাম ছুটি
কাল দুপুরে নতুন করে ধরব চেপে টুটি।
করোনা আজ তোমার ছুটি।