নিজস্ব প্রতিনিধি ::
জেলার চকরিয়া ফাঁসিয়া খালি রেঞ্জের আওতাধীন পাহাড়তলী এলাকায় অভিযান করতে গেলে বিট কর্মকর্তা সহ পাঁচজন আহত হয়েছে। জানা যায় ৯ জুলাই বিকাল ৪ টার সময় ফাঁশিয়াখালী রেঞ্জের অধিনে কাকারা বন বিটের আওতায় পাহাড়তলি এলাকায় শ্যালো মেশিনের মাধ্যমে পানি প্রবাহ সৃষ্টি করে পাহাড় ধ্বস করনের মাধ্যমে বালি আহরন ও বনভূমির রূপান্তর সাধনের মাধ্যমে জবরদখল প্রতিহৃত করতে গেলে বনদস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ ৫জন আহত হয়েছে। বনদস্যুদের হামলায় আহতরা হলেন কাকারা বিটের বিট কর্মকর্তা কামরুল হাসান, এফজি রুবেল মিয়া, জাহেদুল ইসলাম, ভিলিজার কলিম ও নেজাম উদ্দিন। এসময় বনকর্মীরা অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাকারা ইউনিয়নের ৪ নং ওয়াড়ের গুরা মিয়ার পুত্র মো, সেলিম (৩২) কে একজন আসামীকে আটক করেছে বন বিভাগ।
বিট কর্মকর্তা কামরুল হাসান জানান, আটক বনদস্যু মো: সেলিম এর বিরুদ্ধে বেশ কটি বন মামলা রয়েছে।
ফাঁসিয়া খালি রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, কাকারা বিটের পাহাড়তলী এলাকায় বনদস্যুরা গাছ কেটে ও মেশিনের সাহায্যে পাহাড় কাটার খবর পেয়ে বনকর্মীরা ঘটনা স্থলে পৌছা মাত্রই বনদস্যুরা তাদের উপর হামলা চালিয়েছে । পরে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা তৌহিদুল ইসলামের নির্দেশে ডুলাহাজারা, ফাঁসিয়া খালি, নলবিলা, ফুলছড়ি, মানিকপুর বিটের বনকমী ও চকরিয়া থানার সহায়তায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে সেলিম নামের এক বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় ২ টি শেলো মেশিন,৩” পাইপ ৬০’ ফুটবল সহ,১” হোস পাইপ ৩০০ লম্বা ফুট জব্দ করি।১ জন আসামী গ্রেপ্তার করে চকরিয়া থানায় সোপাদ্ধ করি।এজাহার দায়ের করি।
রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম আরো বলেন, বনদস্যুরা যতই শক্তিশালী হোক না কেন সরকারী বন রক্ষায় তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply